Latest News

বিনয় রায়

সভাপতি ইস্ট গড়িয়া এডুকেশনাল ইনস্টিটিউশন

আজ শিক্ষা ব্যবস্থা এক ভয়ংকর চ্যালেঞ্জের মুখোমুখি। শিক্ষা এখন উপলক্ষ মাত্র। চাকরিই মূল লক্ষ। এই লক্ষ পূরণে ইংরেজি মাধ্যম স্কুলগুলোর প্রতি আকর্ষণ ক্রমেই বেড়ে চলেছে। কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সরকারি বাংলা মাধ্যম স্কুল গুলোর ছাত্র ক্রমশই কমছে। অনেক স্কুল উঠে যাচ্ছে। এই প্রেক্ষিতে সম্পূর্ণ বাংলা মাধ্যম একটি প্রাইভেট স্কুল দৃঢ় প্রত্যয় নিয়ে উন্নতির সোপান বেয়ে ক্রমশ এগিয়ে চলেছে - এ এক বিরল দৃষ্টান্ত।

প্রায় ছয় দশক আগে পিছিয়ে পড়া গড়িয়া অঞ্চলের শিক্ষার উন্নতিকল্পে গড়িয়ার কিছু শিক্ষানুরাগী বিদ্যোৎসাহী মানুষ-এর ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে উঠেছিল " ইস্ট গড়িয়া এডুকেশন এন্ড কালচারাল সোসাইটি " এবং তার পরিচালনায় প্রথমে ‘শিশু শিক্ষা মন্দির’ এবং পরবর্তীতে 'সীতানাথ শিশু শিক্ষা মন্দির' নামে একটি প্রাথমিক বিদ্যালয়। সোসাইটির ধারাবাহিক প্রচেষ্টার ফলশ্রুতি হিসেবে সেদিনের সেই ছোট্ট চারা গাছটি আজ মহীরূহে পরিণত হয়েছে। "ইস্ট গড়িয়া এডুকেশনাল ইনস্টিটিউশন"- আজ একটি আদর্শ বাংলা মাধ্যম উচ্চ মাধ্যমিক কো-এড বিদ্যালয়।

শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা আমাদের মূল মন্ত্র। বিদ্যালয় পরিচালন সমিতি, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকা, ছাত্র-ছাত্রী সকলেই এই মূলমন্ত্র কে পাথেয় করে এগিয়ে চলেছে।এই বিদ্যালয়-এর ছাত্র-ছাত্রীদের সাথে শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সম্পর্ক বেশ সহজ ও আন্তরিক। শিক্ষার্থীদের উন্নতি সাধনে পরিচালন সমিতি ও শিক্ষক-শিক্ষিকা বৃন্দ কৃতসংকল্প। বিদ্যালয় মাধ্যমিক স্তরে উন্নীত হওয়ার সূচনা লগ্ন থেকেই মাধ্যমিক পরীক্ষায় ধারাবাহিক উন্নত মানের ফলাফল, তারই দৃষ্টান্ত রাখে।

শিক্ষার্থীদের পড়াশুনোর পাশাপাশি সৃজনশীল সাংস্কৃতিক ও বৌদ্ধিক প্রতিভা বিকাশের প্রতিও এখানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

শিক্ষা বিষয়ে বিভিন্ন পরিকল্পনা ও দিক-নির্দেশ করার জন্য প্রয়োগের অভিজ্ঞতায় সমৃদ্ধ, বিদগ্ধ শিক্ষাবিদদের নিয়ে বিদ্যালয়-এর একটি "উপদেষ্টা মন্ডলী" আছে। বিদ্যালয় পরিচালন সমিতি এই উপদেষ্টা মন্ডলীর উপদেশ অনুসারেই কার্য পরিচালনা করে।

বিদ্যালয়ের শিখন পদ্ধতি উন্নততর করার লক্ষে, প্রতিবছর বিষয়ভিত্তিক শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে কলকাতার বিভিন্ন বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকদের সহযোগিতায় ওয়ার্কশপের আয়োজন করা হয়।

এছাড়া প্রতিটি বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আলাদা আলাদা গ্রুপে এক একজন কোঅর্ডিনেটর-এর নেতৃত্বে প্রতিনিয়ত আলোচনার ব্যবস্থা থাকে। এর ফলে প্রতিটি ক্লাসে প্রতিটি সেকশন-এর পড়াশোনার সমতা বজায় থাকে। পড়াশোনার ক্ষেত্রে Activity Method অনুসরণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ক্লাসের পিছিয়ে পড়া ছাত্রদের উন্নতির জন্য আলাদাভাবে নজর দেওয়া হয়। এছাড়াও রয়েছে উন্নত মানের ল্যাবরেটরি, লাইব্রেরি, গেমস্ রুম এবং স্মার্ট ক্লাসরুমের সুবিধা।

আমাদের এই বিদ্যালয়ের পরিমণ্ডলে বেড়ে ওঠা ছাত্র-ছাত্রীদের, আগামীতে সামাজিক, সৎ, দায়িত্বশীল যথার্থ মানুষ হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। এই অবক্ষয়-এর যুগে দায়িত্বশীল সচেতন অভিভাবকদের সহযোগিতা আমাদের প্রচেষ্টাকে আরো এগিয়ে নিয়ে যাবে —এই বিশ্বাস রাখি।

ধন্যবাদ

বিনয় রায়।

সভাপতি

ইস্ট গড়িয়া এডুকেশনাল ইনস্টিটিউশন।

Chat on WhatsApp